মতিঝিল আইডিয়াল এলাকায় গাছ উপড়ে যান চলাচল বিঘ্নিত
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৯ পিএম, ২৫ অক্টোবর ২০২২
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘সিত্রাং’ বাংলাদেশে তাণ্ডব চালিয়ে ভারতের আসামের দিকে চলে গেছে। সিত্রাংয়ের তাণ্ডবে দেশের বিভিন্ন স্থানে প্রাণ হারিয়েছেন ১১ জন। গাছ উপড়ে পড়ে রাজধানীসহ বিভিন্ন স্থানে যান চলাচল বিঘ্নিত হয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) রাতে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনের সড়কে ছোট-বড় অন্তত ৬টি গাছ উপড়ে পড়ে। এতে যানবাহন চলাচল বিঘ্নিত হয়। অনেকেই গাছের ডাল-পালা কেটে রিকশা-ভ্যান চলাচলের উপযোগী করে তোলেন।
মঙ্গলবার (২৫ অক্টোবর) আইডিয়াল কলেজের সামনের চায়ের দোকানি আলতাফ হোসেন বলেন, রাতের বেলায় এসব গাছ উপড়ে যায়। এতে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে পড়ে। পরে আমরা সবাই মিলে গাছের ডাল-পালা কেটে দেই। এতে রিকশা-ভ্যান চলাচল করতে পারছে। তবে এখনো পুরোপুরি যান চলাচল স্বাভাবিক হয়নি।
শাহজাহানপুর রেলকলোনি সংলগ্ন কবি বেনজির বাগানবাড়ি এলাকায় একটি রাস্তায় গাছ উপড়ে পুরোপুরি যান চলাচল বন্ধ রয়েছে। সেখানে বিকল্প রাস্তা দিয়ে যানবাহন চলাচল করছে।
স্থানীয় দোকানি আব্দুর রহমান বলেন, রাতে ঝড়ে গাছ উপড়ে পড়েছে। কোনো প্রকার যানবাহন চলাচল করতে পারছে না। সিটি করপোপেরশনের লোকেরা কখন আসবে এটা সরাতে জানি না। তারা সরিয়ে নিলে অন্তত চলাচলে অসুবিধা তৈরি হতো না।
তবে মতিঝিল এলাকার গলিপথ, শাহজাহানপুর, আরামবাগ এবং এসব এলাকার গলিপথে সোমবার জলাবদ্ধতা তৈরি হলেও আজ সকালে কোনো জলাবদ্ধতা দেখা যায়নি।
এদিকে ঘূর্ণিঝড় সিত্রাং বাংলাদেশের স্থলভাগে এসে নিম্নচাপে পরিণত হয়। এরপর এটি আরও উত্তর ও উত্তর-পূর্ব দিকে এগিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতের আসামের দিকে চলে গেছে। এরই মধ্যে বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি উন্নতি হতে শুরু করেছে। দেশের বেশিরভাগ অঞ্চলের বৃষ্টি থেমে গেছে। বিভিন্ন স্থানে দু-দিন পর দেখা মিলেছে রোদের।
ইএআর/ইএ/জেআইএম