তারেককে বাদ দেয়ার আহ্বান হাছানের
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আসন্ন কাউন্সিলে দলের সাংগঠনিক পদ থেকে সরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, তাকে (তারেক) যদি আপনারা আগামীতেও না সরান তবে বিএনপি এখন যে অতল গহ্বরে আছে তা থেকে আর বের হতে পারবে না।
শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্বাধীনতা হলে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন হাছান মাহমুদ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন।
হাছান মাহমুদ বলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধে বর্বরতার জন্য নাৎসি বাহিনীদের খুঁজে বের করে এত বছর পরেও যেভাবে বিচার হচ্ছে ঠিক একইভাবে বাংলাদেশের যুদ্ধাপরাধীদেরও বিচার করা হচ্ছে। এই বিচার হচ্ছে চলমান প্রক্রিয়া। বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচার ও রায় কার্যকরে জনগণের কাছে দায়বদ্ধ। যতদিন পর্যন্ত এ দেশে একজনও যুদ্ধাপরাধী বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এ বিচার প্রক্রিয়া চলতে থাকবে।
হাছান মাহমুদ আরো বলেন, যুদ্ধাপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ। যুদ্ধাপরাধীরা পুরো বিশ্বেই ঘৃণিত। ৯৩ বছর বয়সেও সম্প্রতি একজন নাৎসি যুদ্ধাপরাধীর বিচার শুরু হয়েছে। ইতালিতে ১০০ বছর বয়সী একজন নাৎসি বাহিনীর সদস্য মারা গেলে জনগণ তাকে দাফন তো দূরের কথা উল্টো তার কফিনে জুতা নিক্ষেপ করেছে।
আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি আসাদুজ্জামান দুর্জয়ের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন- নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান, আওয়ামী লীগ নেতা এমএ করিমসহ সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতারা।
এএসএস/এএইচ/এনএফ/এমএস