রিয়্যালটি শো ’তে ঘাড় ভেঙে গেল অলিম্পিক পদকজয়ীর
রিয়্যালিটি টিভি শো ’ ঘিরে আবারও বিতর্ক শুরু হলো। চ্যানেল ফোর -এর ‘দ্য জাম্প ’ শো এবার উঠলো কাঠগড়ায়। যেখানে অংশ নিতে গিয়ে অলিম্পিকে ব্রোঞ্জজয়ী জিমন্যাস্ট বের্থ টুইডেল ঘাড় ভেঙে ফেললেন। টুইডেল এই নিয়ে সপ্তম ব্যক্তি, যিনি এই শোতে অংশ নিয়ে দুর্ঘটনায় আহত হলেন।
আমেরিকার এই টিভি শো’টিতে দেখা যায়, বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিত্ব নানা ঝুঁকিপূর্ণ খেলায় অংশ নিচ্ছেন। যা করতে গিয়েই বারবার ঘটছে বিপত্তি। স্কি করতে করতে উঁচু জায়গায় চলে গিয়ে হঠাৎ সেখান থেকে লাফিয়ে পড়তে হয়। নীচে অবশ্য ফোলানো বেলুনের মতো আস্তরণ থাকে। গত রোববার এর ট্রেনিংয়ের সময়ই দুর্ঘটনা ঘটে। টুইডেলকে সঙ্গে সঙ্গে উড়িয়ে নিয়ে যাওয়া হয় অস্ট্রিয়া।
শুধু অলিম্পিক পদকই নয়, ছ’টি ইউরোপীয় খেতাব এবং একটি কমনওয়েলথ গেমসে সোনাও রয়েছে ৩০ বছরের এই জিমন্যাস্টের। ২০১৩ সালে খেলা ছাড়লেও ফিটনেস ধরে রাখার জন্য কসরত কমাননি টুইডেল। তাই ফিটনেসের অভাবে এমন দুর্ঘটনা মানতে পারছে না তার পরিবার। অস্ট্রিয়ায় চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে বলেন, ঘাড়ের হাঁড় ভেঙেছে। সঙ্গে সঙ্গে তাকে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়।
যদিও চ্যানেলের পক্ষে এই রিয়্যালিটি শো’য়ের পক্ষে সাফাই হিসেবে বলা হয়েছে, ‘এই নিয়ে ‘দ্য জাম্প’ শো’টির তৃতীয় সিরিজ। ৪৬ জন সেলিব্রিটি সাফল্যের সঙ্গে উৎরেছেন। যদিও আগে আরও অনেক কঠিন ছিল এই শো। এখন কিছুটা সহজ করে দেওয়া হয়েছে। এর আগে বেশ কিছু দিন ধরে ট্রেনিংও দেওয়া হয়। আর এখানে যারা অংশ নেন, তারা জানেন যে কিছুটা ঝুঁকি রয়েই যায়।’
টুইডেলের ঘনিষ্ঠরা বলছেন, ‘সে শেষের দিকে এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে, শো’ ছেড়ে বেরিয়ে যেতে চেয়েছিল। সে বলেওছিল শেষ ৪৮ ঘণ্টায় ও মারাত্মক ভয় পেয়ে গিয়েছে।’ টুইডেলের বাবা জানিয়েছেন, অস্ত্রোপচার সফল হয়েছে। তবে জিমন্যাস্টিক্সে অনিশ্চিত বের্থ টুইডেল।
আইএইচএস/এমএস