পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ


প্রকাশিত: ০২:৪৩ এএম, ০১ ডিসেম্বর ২০১৪

ঘন কুয়াশার কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার সাথে ঢাকার সংযোগস্থল পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে ফেরি পারাপার বন্ধ রয়েছে। ফলে উভয় পারে কয়েক শত যানবাহন আটকা পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীসহ পচনশীলসহ পণ্যবাহী ট্রাক।

সোমবার ভোর ৫টায় ঘন কুয়াশার কারণে ফেরি পারাপার বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিএর পাটুরিয়া ঘাট অফিসের সহকারী ম্যানেজার রাসেল মাহমুদ জানান, সন্ধ্যা থেকেই ধীরে ধীরে কুয়াশা পড়তে থাকে। রাত বাড়ার সাথে সাথে কুয়াশা বাড়লে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় মাঝ নদীতে ৬টি ফেরি আটকা পড়ে। সেগুলো হল শাহ মখদুম, বরকত, কুমারী, শাপলা, শালুক, বনলতা।

রাসেল মাহমুদ আরো জানান, কুয়াশা কমে গেলেই ফেরি চলাচল শুরু হবে। পর্যাপ্ত ফেরি থাকায় চাপ সামলাতে বেশি সময় লাগবে না বলে জানান তিনি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।