শিয়ালের মাংস বিক্রি করতে গিয়ে ধরা দুই ভাই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৭:২৫ পিএম, ১৬ অক্টোবর ২০২২

রাঙ্গুনিয়া থেকে শিয়াল ধরে আনেন ইসমাইল (২৭) ও আজিজ (২৫) নামের দুই ভাই। সেটি জবাই করে চট্টগ্রাম মহানগরীতে বিক্রিও শুরু করেন তারা। এসময় দুই ভাইকে হাতেনাতে আটক করেছে বনবিভাগ।

রোববার (১৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে নগরীর বায়েজিদ থানার আর্মি কলোনি বাজার থেকে আটক করা হয় তাদের। আটকের সময় তাদের কাছ থেকে দুই কেজি ১২৯ গ্রাম শিয়ালের মাংস, চারটি পায়ের অংশ এবং চামড়াসহ মাথা উদ্ধার করেন বনবিভাগের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের ওয়াইল্ডলাইফ রেঞ্জার মুহাম্মদ ইসমাইল হোসাইন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী জাগো নিউজকে বলেন, শিয়াল জবাই করে বাজারে মাংস বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়েছে দুজনকে। তাদের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দিয়ে তাদের চট্টগ্রাম বন আদালতে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।