রাজধানীতে কষ্টিপাথরের মূর্তিসহ চোরাকারবারি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪৪ পিএম, ১৬ অক্টোবর ২০২২
কষ্টিপাথরের মূর্তি

রাজধানীর ভাটারায় কষ্টিপাথরের মূর্তিসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ৫০০ গ্রাম ওজনের মূর্তিটির মূল্য প্রায় দুই লাখ টাকা।

রোববার (১৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাটারা থানার সরকার মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে মো. আনিছুর রহমানকে (৫২) গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত থেকে একটি কষ্টিপাথর উদ্ধার করা হয়।

রাজধানীতে কষ্টিপাথরের মূর্তিসহ চোরাকারবারি গ্রেফতার

র‌্যাব জানায়, আনিছুর দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে কষ্টিপাথর হেফাজতে রেখে ক্রয়-বিক্রয় এবং পাচারের কাজে তৎপর রয়েছেন বলে স্বীকার করেছেন।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

আরএসএম/ইএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।