শিক্ষক সমস্যা সমাধানে ডেন্টালে বেসিক বিষয়ে পদোন্নতির দাবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:২৭ পিএম, ১৪ অক্টোবর ২০২২

ডেন্টালে বেসিক বিষয়গুলোতে চলমান নিয়মে পদোন্নতি দিয়ে অন্তর্বর্তীকালীন শিক্ষক স্বল্পতা নিরসনের দাবি জানিয়েছে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি।

সম্প্রতি বাংলাদেশ ডেন্টাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. হুমায়ুন কবীর বুলবুলের সই করা এক আবেদনপত্রে এ দাবি জানানো হয়।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সেবা বিভাগের সচিবের কাছে পাঠানো আবেদনপত্রে বলা হয়, বিডিএস কোর্সে বেসিক সাবজেক্টগুলোতে শিক্ষক স্বল্পতার কারণে শিক্ষা কার্যক্রম পরিচালনা বিঘ্নিত হচ্ছে। ডেন্টাল কলেজের ৬১ বছরের ইতিহাসে বেসিক সাবজেক্টগুলোর পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স চালু ছিল না। তাই ডিডিএস, এমপিএইচ, এমএস ডিগ্রিধারী শিক্ষকদের ডিপিসির মাধ্যমে সাইন্স অব ডেন্টাল মেটেরিয়ালস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ডেন্টাল অ্যানাটমি, ডেন্টাল পাবলিক হেলথ, ডেন্টাল ফার্মাকোলজি, ফরেনসিক ডেন্টিস্ট্রি, ওরাল প্যাথলজি, ওরাল মেডিসিন অ্যান্ড মাইক্রোবায়োলজি, কমিউনিটি ডেন্টিস্ট্রি, পেরিওডন্টোলজি ও ওরাল ফিজিওলজি বিষয়ে পদোন্নতি দিয়ে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছিল।

এতে বলা হয়, গত শিক্ষা বর্ষ থেকে পেরিওডন্টোলজি, সাইন্স অব ডেন্টাল মেটেরিয়ালস, ডেন্টাল ফার্মাকোলজি, ওরাল প্যাথলজি, ওরাল মেডিসিন অ্যান্ড মাইক্রোবায়োলজি, ডেন্টাল অ্যানাটমি বিষয়ে বিএসএমএমইউতে বেসিক সাবজেক্টে উচ্চতর কোর্স চালু হয়েছে। কিন্তু বাকি বিষয়গুলোতে এখনো উচ্চতর ডিগ্রি চালু হয়নি।

চিঠিতে আরও বলা হয়, আগামী তিন থেকে চার বছর পরে চালু হওয়া কোর্স থেকে একজন করে সরকারি কোটায় ডিগ্রিপ্রাপ্ত শিক্ষক হতে পারে, যা দিয়ে আগামী ১৫-২০ বছরেও বর্তমান চাহিদা পূরণ করা সম্ভব হবে না। এ ক্রান্তিকালীন সময়ে বেসিক সাবজেক্টগুলোতে চলমান নিয়মে পদোন্নতি দিয়ে অন্তর্বর্তীকালীন শিক্ষক স্বল্পতা নিরসনে পদক্ষেপ নেওয়া যেতে পারে। বেসিক সাবজেক্টগুলোতে রোগীদের সঙ্গে কোনো সরাসরি সম্পর্ক থাকে না অর্থাৎ ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট থাকে না, বিধায় এসব বিষয়গুলোতে শিক্ষকের সংখ্যা খুবই কম।

এএএম/আরএডি/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।