রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে রোহিঙ্গা পরিস্থিতি জানালেন মোমেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ১৩ অক্টোবর ২০২২
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে ড. এ কে আব্দুল মোমেন

মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে অবহিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

কাজাখস্তানের রাজধানী আস্তানায় চলমান সিআইসিএ শীর্ষ সম্মেলনের ফাঁকে রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরভের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন মোমেন। সেখানেই বিষয়টি তাকে অবহিত করেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়েছ, বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক মহলের জোরালো সমর্থনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

এইচএ/কেএসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।