ভারতে নিষিদ্ধ হচ্ছে ২৯ লাখ গাড়ি


প্রকাশিত: ১১:২৯ এএম, ৩০ নভেম্বর ২০১৪

ভারতের রাজধানী দিল্লিতে নিষিদ্ধ হচ্ছে ২৯ লাখ গাড়ি। দিল্লিতে বায়ুদূষণ কমানোর অংশ হিসেবে এসব গাড়ি নিষিদ্ধ করা হচ্ছে বলে রোববার এক খবরে জানিয়েছে এনডিটিভি।

গত ২৬ নভেম্বর দেশটির ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল ১৫ বছরের পুরোনো সব ধরনের গাড়ি দিল্লিতে চলাচল নিষিদ্ধ করার আদেশ দেন।

স্থানীয় সরকারের হিসাব মতে, এ কারণে প্রায় ২৯ লাখ গাড়ি নিষিদ্ধ হবে। এর মধ্যে ৮ লাখ চার চাকার গাড়ি এবং ২০ লাখের বেশি দুই চাকার গাড়ি রয়েছে।

এর মধ্যে কিছু গাড়ির ফিটনেসের সার্টিফিকেটের মেয়াদ ইতোমধ্যেই পাঁচ বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে। এসব গাড়ির ব্যাপারে সিদ্ধান্ত নিতে আগামী ২ ডিসেম্বর বৈঠকে বসবে দিল্লি সরকার।

এছাড়া এ বৈঠকে আদালতের নির্দেশ অনুযায়ী অন্যান্য রাজ্য থেকে আগত ১৫ বছরের পুরোনো গাড়ি নিষিদ্ধ করার ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে দিল্লিতে বায়ু দূষণের মাত্রা ব্যাপকহারে বেড়ে গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গবেষণায় জানা গেছে,  দিল্লি বর্তমানে বিশ্বের সবচেয়ে দূষিত নগরী।

এ তালিকায় বাংলাদেশে সবচেয়ে দূষিত নগরী নারায়ণগঞ্জের অবস্থান ১৭ তম। এছাড়া বিশ্বের সর্বাধিক দূষিত ২৫ শহরের মধ্যে রয়েছে গাজীপুর এবং রাজধানী ঢাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ক্রম অনুযায়ী বিশ্বের মধ্যে শহর দুটির অবস্থান ২১তম এবং ২৩তম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।