সিরিয়ায় সেনা পাঠাতে সৌদি আরব প্রস্তুত

সিরিয়ায় স্পেশাল ফোর্স মোতায়েনের বিষয়ে সৌদি আরব সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আদেল আজ-জুবায়ের। মরক্কো সফরের সময় বুধবার তিনি সাংবাদিকদের কাছে এ কথা জানান।
তিনি আরো বলেন, সিরিয়ায় সেনা মোতায়েনের ধরণ কী হবে সে বিষয়ে যেসব দেশ সিদ্ধান্ত নেবে তাদের সঙ্গে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
তবে সৌদি বিষয়টি নিয়ে বিস্তারিত আর কিছু বলেননি তিনি। এর আগে গত সোমবার তিনি ওয়াশিংটন সফরের সময় সিরিয়ায় সৌদি সেনা পাঠানোর বিষয়ে কথা বলেছিলেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
অন্যদিকে গত ৪ ফেব্রুয়ারি সৌদি আরবের প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আহমাদ আসিরি সিরিয়ায় সেনা পাঠানোর বিষয়ে তার দেশের প্রস্তুতির কথা ঘোষণা করেন। তার ভাষায়, সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বিরোধী জোট রাজি হলে সৌদি আরব সিরিয়ায় স্থল সেনা পাঠাবে। সৌদি আরবের এ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে আমেরিকা এবং বিষয়টি নিয়ে চলতি সপ্তাহে ব্রাসেলসে ন্যাটো বৈঠকে আলোচনা করা করবে।
তবে সিরিয়া, রাশিয়া ও ইরান এ পরিকল্পনার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেছেন, সৌদি আরব সেনা পাঠালে তা আগ্রাসন বলে বিবেচনা করা হবে এবং সৌদি আরব শুধু সেনাদের লাশভর্তি কফিন দেখবে।
রাশিয়া বলেছে, সিরিয়া সরকারের বিনা অনুমতিতে সৌদি আরব সেনা পাঠালে তাকে যুদ্ধ ঘোষণার শামিল বলে বিবেচনা করা হবে।
আরএস/আরআইপি