ছুটিতে আহসান মঞ্জিলে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়
সাপ্তাহিক ছুটির দিনে এমনিতেই ভিড় থাকে পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলে। সাপ্তাহিক ছুটির সঙ্গে এবার পূজার ছুটিতে এখানে দর্শনার্থীদের চাপ আগের চেয়ে অনেক বেড়েছে।
শুক্রবার (৭ অক্টোবর) সরেজমিনে দেখা গেছে, পুরান ঢাকার সদরঘাটে অবস্থিত ১৮ শতকের এ নান্দনিক স্থাপনা দেখতে ভিড় জমিয়েছেন কয়েক হাজার দর্শনার্থী।
কলাবাগান থেকে আসা সাদিয়া আফরিন নামের এক দর্শনার্থী জাগো নিউজকে বলেন, ঢাকায় কাজ থাকায় আহসান মঞ্জিলে চলে এলাম। নবাবী আমলের অনেক কিছুই দেখলাম এখানে।
মিরপুর থেকে আসা মো. সানোয়ার হোসেন বলেন, বন্ধুদের সঙ্গে ঘুরতে আসলাম। আড্ডা দেওয়ার পাশাপাশি ঐতিহাসিক স্থান ঘুরে দেখা হবে তাই এখানে আসা। নবাবদের সম্পর্কে বই-পুস্তকে অনেক কিছুই জেনেছি, কিন্তু বাস্তবে দেখলে সেটা আরও ভালোভাবে মনে থাকে।
যাত্রাবাড়ী থেকে আসা আরেক দর্শনার্থী হারুন জাগো নিউজকে বলেন, পরিবেশটা ভালো, এখানে এসে খুব ভালো লাগছে। তবে লোকজন একটু বেশি মনে হচ্ছে।
এদিকে, করোনা মহামারি কাটিয়ে উঠার পর আহসান মঞ্জিল জাদুঘর পরিদর্শনের ক্ষেত্রে এখন আর সীমিত টিকিট থাকছে না। যারাই আসছেন, তারাই টিকিট পাচ্ছেন বলে জানান আহসান মঞ্জিল জাদুঘরের নিরাপত্তা পরিদর্শক মো. হাসিবুল হোসেন।
জাগো নিউজকে তিনি বলেন, কয়েকদিন বন্ধ থাকায় আজকে দর্শনার্থীর সংখ্যা অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি। করোনার সময় টিকিটের সংখ্যা সীমিত থাকলেও, এখন কোনো নির্ধারিত সংখ্যা নেই। যত দর্শনার্থীই হোক না কেন, সবাই টিকিট কেটে জাদুঘর পরিদর্শন করতে পারবেন।
আরএসএম/এসএএইচ/এএসএম