বেতন-বোনাস পরিশোধসহ ৩ দফা দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ০৮:৫০ এএম, ১৬ জুলাই ২০১৪

ঈদের আগে বেতন-বোনাস পরিশোধসহ ট্রেড ইউনিয়ন কর্মীদের ওপর হামলা বন্ধ ও কর্মী ছাঁটাই বন্ধের দাবিতে মানববন্ধন পালন করেছে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন। বুধবার ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে তারা এ কর্মসূচি পালন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, সরকার নির্দেশিত আগামি ২৬ রোজার ভেতরে সব কারখানায় বেতন ও বোনাস পরিশোধ করতে হবে। শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের ওপর হামলা বন্ধ করে এর সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

তারা আরও বলেন, বন্ধ হয়ে যাওয়া জাজকো বাংলা গার্মেন্টস মালিকে গ্রেপ্তার, সাভারের এস.এম.এন সোয়েটারের পলাতক মালিকে গ্রেপ্তার এবং অবিলম্বে শ্রমিকদের সমস্ত পাওনা পরিশোধ করতে হবে। এছাড়া  দাবি না মানলে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারী দিয়েছেন তারা।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবুল হোসাইন। অন্যান্যদের মধ্যে বক্তব্য বাখেন- সাধারণ সম্পাদক তপন সাহা, প্রেসিডিয়াম সদস্য মালা রাণী দাস, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম হোসেন, সহ সাধারণ সম্পাদক শাহ আলম, লাইফ স্টাইল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক তৌফিক প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।