ঘনকুয়াশায় শাহজালালে ফ্লাইট বিলম্ব


প্রকাশিত: ০৬:১২ এএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

ঘনকুয়াশার কারণে বুধবার সকাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিয়মিত ফ্লাইট উঠতে-নামতে পাড়ছে না। এদিন সকাল ৬ টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত মোট ১৪টি ফ্লাইট সময়মতো উঠানামা করতে পারেনি।

বিমানবন্দর সূত্র জানায়, ঘনকুয়াশার কারণে ৩০ মিনিট থেকে প্রায় ৩ ঘণ্টা পর্যন্ত ফ্লাইট দেরিতে উঠানামা করেছে।

শাহজালাল বিমানবন্দর থেকে দেরিতে ছেড়ে যাওয়া এয়ারলাইন্সগুলো হচ্ছে

ইসতাম্বুলগামী টার্কিশ এয়ারলাইন্স (৭ টার ফ্লাইট ছেড়েছে ১০ টা ৮ মিনিটে)

দুবাইগামী এ্যামিরেটস এয়ারলাইন্স (৯ টা ৫৫ মিনিটের ফ্লাইট ১ টা ২৫ মিনিটে ছাড়বে)

দিল্লীগামী জেট এয়ারওয়েজ (১০ টা ৫ এর ফ্লাইট ১১ টা ৪০ মিনিটে)

দিল্লীগামী ইতিহাদ এয়ারওয়েজ (১০ টা ৫ এর ফ্লাইট ১১ টা ৪০ মিনিটে)

দোহাগামী কাতার এয়ারওয়েজের ফ্লাইট (১০ টা ৪০ মিনিটের ফ্লাইট সাড়ে ১১ টায়)

ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইট (১০ টা ৪০ মিনিটের ফ্লাইট সাড়ে ১১ টায়)।

Biman

শাহজালালে দেরিতে অবতরণ করা ফ্লাইটগুলো হচ্ছে

দুবাইয়ের এ্যামিরেটস এয়ারলাইন্স (৮ টার ফ্লাইট এসেছে ৯ টা ৫০ মিনিটে)

দুবাইয়ের ফ্লাই দুবাই (সাড়ে ৮ টার ফ্লাইট এসে পৌঁছেছে সাড়ে ১০ টায়)

শারজাহ থেকে আগত এয়ার এরাবিয়ার ফ্লাইট (৯ টা ৫ মিনিটের ফ্লাইট ১০ টা ৬ মিনিটে)

কোলকাতার জেট এয়ারওয়েজ (৯ টা ৫ মিনিটের ফ্লাইট এসেছে ১১ টা ৫ মিনিটে)

কোলকাতার ইতিহাদ এয়ারওয়েজ (৯ টা ৫ মিনিটের ফ্লাইট এসেছে ১১ টা ৫ মিনিটে)

দোহা থেকে আগত কাতার এয়ারওয়েজ (সাড়ে ৯ টার ফ্লাইট ১০ টা ২০ মিনিটে)

কুয়ালামপুর থেকে আগত মালয়েশিয়ান এয়ারওয়েজ (সাড়ে ১১ টার ফ্লাইট ১২ টায় পৌঁছাবে)

রিয়াদ থেকে আগত সৌদি এরাবিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট (১২ টার ফ্লাইট ২ টা ৫০ মিনিটে আসার কথা রয়েছে)।

এআর/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।