শাহজালালে এবার যাত্রীর পেটে স্বর্ণ


প্রকাশিত: ০৭:১৭ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৬

হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে রোমান তালুকদার (৩৫) নামে এক যাত্রীর পেটে তিন প্যাকেট স্বর্ণ শনাক্ত করেছে শুল্ক গোয়েন্দা। মঙ্গলবার রাতে বিরল এ ঘটনাটি ঘটে।

কুয়ালামপুর থেকে আগত ওই যাত্রী অস্বীকার করলেও বিমানবন্দরের আর্চওয়ে গেটে তার শরীরের ভেতর স্বর্ণ শনাক্ত করে শুল্ক গোয়েন্দারা। পরে উত্তরার একটি ক্লিনিকে তার এক্স-রে করে পেটে থাকা স্বর্ণের প্যাকেটগুলো শনাক্ত করা হয়।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক ড. মইনুল খান জাগো নিউজকে জানান, আমরা আজ রাতের মধ্যে তাকে স্বর্ণগুলো পেট থেকে বের করার জন্য উৎসাহী করছি। অন্যথায় আগামীকাল ডাক্তার দিয়ে অস্ত্রোপচারের মাধ্যমে স্বর্ণগুলো বের করা হবে।


রোমানের বাড়ি কুমিল্লার দাঊদকান্দিতে। তিনি সন্ধ্যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০১৮৭ ফ্লাইটে কুয়ালালামপুর থেকে ঢাকায় আসে।

এআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।