কাস্টমস কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৯ পিএম, ০২ অক্টোবর ২০২২
তিন ভুয়া কাস্টমস কর্মকর্তার প্রতারণার কাজে ব্যবহৃত গাড়ি

রাজধানীর মিরপুর টেকনিক্যাল মোড় এলাকা থেকে কাস্টমস কর্মকর্তা পরিচয় দেওয়া প্রতারকচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটনের মিরপুর মডেল থানা পুলিশ তাদের গ্রেফতার করে। রোববার (২ অক্টোবর) গণমাধ্যমকে এ তথ্য জানান মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাজিরুর রহমান।

গ্রেফতারকৃতরা হলেন- শেখ হাবিবুল্লাহ, মো. রবিন খান ও মো. মাহাবুবুর রহমান। তাদের বিরুদ্ধে প্রতারণার মামলা হয়েছে।

গ্রেফতারের পরে ওই তিনজনের কাছ থেকে সহকারী রাজস্ব কর্মকর্তা পরিচয়ের দুটি আইডি কার্ড, কাস্টমসের লোগো সম্বলিত দুটি হাতাকাটা জ্যাকেট, প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোগো সংবলিত একটি টিস্যুবক্স, একটি মেটাল ডিটেক্টরসহ বেশকিছু আলামত জব্দ করা হয়।

jagonews24জব্দ করা প্রধানমন্ত্রীর কার্যালয়ের লোগো সংবলিত টিসু বক্স

ওসি মো. মোস্তাজিরুর রহমান বলেন, টেকনিক্যাল মোড়ে কাস্টমস পরিচয়ে কয়েকজনকে অবস্থান করার খবর পাই। পরে ফোর্সসহ থানার টহল টিম নিয়ে টেকনিক্যাল যাত্রীছাউনির কাছে কয়েকজনকে কাস্টমসের লোগো লাগানো হাতাকাটা জ্যাকেট পরে অবস্থান করতে দেখি।

‘দায়িত্বরত পুলিশ হিসেবে তাদের পরিচয় ও কাস্টমসের জ্যাকেট পরার কারণ জানতে চাইলে, তারা কারণ জানাতে ব্যর্থ হন। তখন তাদের পুলিশি হেফাজতে নেওয়া হয়।’

ওসি আরও বলেন, গ্রেফতার হাবিবুল্লাহর বিরুদ্ধে রাজবাড়ী সদর থানাসহ ডিএমপির শেরেবাংলা নগর ও তেজগাঁও থানায় প্রতারণার মামলা রয়েছে।

আরএসএম/এসএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।