রাজধানীতে গৃহবধূর মৃত্যু, স্বামীর দাবি আত্মহত্যা

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১২ এএম, ০১ অক্টোবর ২০২২
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল/ফাইল ছবি

রাজধানীর মীরবাগ এলাকায় উম্মে হাবিবা মুন্নি (২৭) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের স্বামী দাবি করছেন তার স্ত্রী অভিমান করে আত্মহত্যা করেছেন। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

নিহতের স্বামী হাসান তারেক বলেন, আমার স্ত্রী রাতে ছেলেকে চড় দিলে আমি এটা নিয়ে তাকে বকা দেই। এ নিয়ে আমাদের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে আমার ওপর অভিমান করে সে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। পরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। দরজা ভেঙে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি জানানো হয়েছে সংশ্লিষ্ট থানাকে।

জেডএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।