নারী ক্ষমতায়নের অগ্রদূত প্রধানমন্ত্রী: স্পিকার
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারী ক্ষমতায়নের অগ্রদূত বলে উল্লেখ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর পরিশ্রম এবং দূরদৃষ্টিসম্পন্ন চিন্তাধারার কারণে আজকে বাংলাদেশের নারীরা দৃশ্যমানভাবে প্রতিটি ক্ষেত্রে এগিয়ে এসেছে।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানী ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্পিকার। অনুষ্ঠান ছিল ‘স্মার্ট নারী উদ্যোক্তা’ অনুদান প্রদানের।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম, ই-ক্যাবের সভাপতি শমী কায়সার, উই’র প্রতিষ্ঠাতা ও সভাপতি নাসিমা আক্তার নিশা বক্তব্য দেন।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সর্বস্তরের নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিতকরণের জন্য নারীবান্ধব ই-কমার্স প্লাটফর্ম তৈরি করেছেন। ফলে অসংখ্য নারী উদ্যোক্তা তৈরি হচ্ছে।
তিনি বলেন, আজকে এই ডিজিটাল বাংলাদেশে নারীরা ঘরে বসেই ই-কমার্সে সংযুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।
তৃণমূলের নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমেই এসডিজিসহ জাতীয় বৃহত্তর লক্ষ্যগুলো অর্জন সম্ভব বলে জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, নারীর আর্থিক সক্ষমতার গুরুত্বকে বঙ্গবন্ধু তার লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন। আর তা বাস্তবায়ন করছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্পিকার এক হাজার নারী উদ্যোক্তার প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৫ কোটি টাকার অনুদান ও সম্মাননা প্রদান করেন।
এইচএস/জেডএইচ/এমএস