সড়কে নিরাপত্তা ও গণপরিবহনে হাফ ভাড়ার দাবি শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২২

‘নিরাপদ সড়কের দাবি বাংলাদেশে নতুন নয়। দীর্ঘদিন ধরে এ দেশের ছাত্রসমাজ ও জনসাধারণ নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করে আসছে। এটি এখন সর্বস্তরের মানুষের প্রাণের দাবি হয়ে উঠেছে। পাশাপাশি রাজধানীর মতো সারাদেশে গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া রাখার দাবি উঠেছে।’

সোমবার (২৬ সেপ্টেম্বর) রামপুরা ব্রিজ এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের নেতৃত্বে থাকা সোহাগী সামিয়া এ দাবির কথা তুলে ধরেন। সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী হতাহতের ঘটনার প্রতিবাদে মানববন্ধন করে শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে রাজধানীর মতো সারাদেশে শিক্ষার্থীদের জন্য বাসে অর্ধেক ভাড়া রাখার দাবি জানানো হয়।

jagonews24

সোহাগী সামিয়া বলেন, প্রতিদিনই সড়কে মৃত্যুর সংখ্যা বাড়ছে। শিক্ষার্থীরা বিভিন্নভাবে নিরাপদ সড়ক ও গণপরিবহনে হাফ ভাড়ার দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। গত ১১ সেপ্টেম্বর তেঁজগাও এলাকায় একজন শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। একের পর এক সড়ক দুর্ঘটনা হচ্ছে। তারপরও আমাদের প্রশাসন নীরব। গণপরিবহনে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া রাখার কথা থাকলেও ঢাকার বাইরে এ নিয়ম মানা হচ্ছে না। শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে।

তিনি বলেন, তেঁজগাওয়ে নিহত আলী হোসেনের পরিবারকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হয়নি। আমাদের দাবি, এ ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি সড়কে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নিরাপদ সড়ক নিশ্চিতে আমাদের আগের ১১ দফার বাস্তবায়নের দাবি জানাচ্ছি।

এসএম/এমএএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।