পদ্মা সেতুতে ১ হাজার ৬৬৫ কোটি টাকা দিচ্ছে ভারত-জাপান


প্রকাশিত: ০২:৫৩ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে জানিয়েছেন, পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল ছাড়াও ১ হাজার ৬৬৫ কোটি টাকার যোগান দিচ্ছে জাপান ও ভারত।

জাতীয় সংসদে সোমবার প্রশ্নোত্তর পর্বে জেবুন্নেছা আফরোজের (বরিশাল-৫) লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য দেন তিনি।

মন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণে সর্বশেষ অনুমোদিত ডিপিপি অনুযায়ী মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকা। যার মধ্যে ২৭ হাজার ১২৮ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকা বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল হতে যোগান দেয়া হচ্ছে। অবশিষ্ট অর্থের মধ্যে জাপানি ঋণ মওকুফ তহবিলের (জেডিসিএফ) তিনশত কোটি টাকা এবং ভারত সরকারের অনুদান হিসেবে ১ হাজার ৩৬৫ কোটি টাকার যোগান দেয়া হয়েছে।

এইচএস/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।