কারাগারে মালির কাজ পেয়েছেন সাঈদী


প্রকাশিত: ০৫:০৫ পিএম, ২৯ নভেম্বর ২০১৪

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী কারাগারের মালির কাজ পেয়েছেন।

গাজীপুরের কাশিমপুর ঢাকা কেন্দ্রীয় কারাগার-১ এর কারাধ্যক্ষ (জেলার) আমজাদ হোসেন ডন গণমাধ্যমকে জানান, শারীরিক অসুস্থতা বিবেচনায় যুদ্ধাপরাধী এই বন্দিকে মালির কাজ দেওয়া হয়েছে।

আমজাদ হোসেন আরও বলেন, পিঠে ব্যথা ও হৃদরোগ থাকায় সাঈদী স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন না। অন্যের সহায়তা নিয়ে তাকে হাঁটতে হয়।

এজন্য মালির দায়িত্ব ঠিকমতো পালন করতে না পারলেও তাকে চাপ দেওয়া হচ্ছে না। অসুস্থ সাঈদী কারাকক্ষে শুয়ে-বসেই সময় পার করছেন বলে জানান তিনি।

যুদ্ধাপরাধের দায়ে গত বছর ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পরে আপিলে সাজা কমিয়ে তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়। বিডিনিউজ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।