জয়ের সুরে গাইলেন বাপ্পা-তাহসান


প্রকাশিত: ০১:১৩ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

সংগীতের জনপ্রিয় তিন নাম বাপ্পা-তাহসান এবং জয়। কথায় কাব্যময়তা, সুর-সংগীতে মেলো রক আর গায়কীতে তারা স্ব স্ব ঘরানায় মুগ্ধতা ছড়িয়েছেন শ্রোতাদের মধ্যে। তবে একসঙ্গে প্রথমবারের মতো কাজ করতে চলেছেন এই তিন তারকা।

জানা গেছে, ভালোবাসা দিবস উপলক্ষে ‘বলছি শোনো’ শিরোনামের একটি নতুন অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছে প্রযোজনা ও পরিবেশনা প্রতিষ্ঠান সিএমভি। এটিতে জয় শাহরিয়ারের সুরে দুটি করে গানে কণ্ঠ দিয়েছেন শ্রোতানন্দিত সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও তাহসান খান। সুর করার পাশাপাশি দুটি গানে কণ্ঠ দিয়েছেন জয় নিজেও।

অ্যালবাম প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেন, ‘আলাদা বৈশিষ্ট্য ও আবহের জন্য আমাদের তিনজনেরই গানের শ্রোতা আলাদা। সেই ভাবনা থেকে আমরা এক হয়ে অ্যালবামটি করেছি যাতে শ্রোতাদের মধ্যেও একটা এক হওয়ার বিষয় কাজ করে। সংগীতের এই দুঃসময়ে একত্রিত থাকাটা খুব প্রয়োজন। এছাড়া আমার অনেক দিনের ইচ্ছে ছিল প্রিয় দুই শিল্পীর জন্য নিজের সুরে গান করার। সব মিলিয়ে চেষ্টা করেছি নিজেদের রুচি বজায় রেখে কিছু ভালোবাসার গান তৈরির।’

‘বলছি শোনো’ অ্যালবামটিতে গান লিখেছেন জয় শাহরিয়ার, শাহান কবন্ধ, মাহমুদ মানজুর, সোমেশ্বর অলি প্রমুখ। এটি এ সপ্তাহেই ফিজিক্যালি ও ডিজিট্যালি প্রকাশ পাচ্ছে বলে জাগো নিউজকে নিশ্চিত করেছেন সিএমভি’র প্রধান এসকে শাহেদ আলী।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।