স্বনামেই আসছেন এজেন্ট জেসন বোর্ন (ভিডিও)
দুনিয়া কাঁপানো থ্রিলার ‘বোর্ন’ সিরিজের সর্বশেষ পর্বটি রিলিজ হয়েছিলো ২০১২ সালে। কেন্দ্রীয় চরিত্র জেসন বোর্নের চরিত্রে অভিনয় করেছিলেন হলিউড অভিনেতা ম্যাট ডেমন। দীর্ঘদিন পেরিয়ে গেলেও নতুন কোনো ছবি না আসায় দর্শকরা ভেবেছিলো ফুরিয়ে গিয়েছেন ম্যাট ডেমন।
তবে দর্শকদের এ ধারনাকে মিথ্যা করে দিয়ে আবারো পর্দা কাঁপাতে আসছেন এই শক্তিমান অভিনেতা। দুধর্ষ সব কাহিনির রহস্য উন্মোচন করতে মার্কিন সিক্রেট এজেন্টের ভুমিকায় আবারো দেখা যাবে তাকে।
তবে মজার বিষয় হলো ছবির নামকরন করা হয়েছে তার স্বনামেই ‘জেসন বোর্ন’। ছবিটি চলতি বছরের ১৫ জুলাই মুক্তি দেয়া হবে।
দেখুন জেসন বোর্ন সিরিজের ট্রেলার :
আরএএইচ/এলএ/পিআর