কারওয়ান বাজারে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ


প্রকাশিত: ১১:২৭ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর কারওয়ান বাজার মোড়ে আনসার সদস্যদের সঙ্গে হাতাহাতির পর সড়কে বিক্ষোভ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। সোমবার দুপুর পৌনে ২টা থেকে আড়াইটা পর্যন্ত কারওয়ানবাজার সার্ক ফোয়ারার চারদিকে বিক্ষোভ করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাবি শিক্ষার্থীদের বহনকারী একটি ফাল্গুন বাস সিগন্যাল না মেনে এগিয়ে গেলে আনসার সদস্যদের সঙ্গে তাদের হাতাহাতি হয়। পরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন।

পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করার আশ্বাসে বিক্ষোভ তুলে নেন শিক্ষার্থীরা।

এবিষয়ে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) হেলেন জাগো নিউজকে জানান, দুপুরে কারওয়ান বাজারে ছাত্রদের সঙ্গে আনসারদের একটু ঝামেলা হয়েছে। তারা সড়কে অবরোধ করে। তবে এখন পরিস্থিতি ঠিক আছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে।

এআর/একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।