আপিলে বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন : পাল্টাপাল্টি বক্তব্য


প্রকাশিত: ১১:০৭ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

আপিল বিভাগে নতুন তিন বিচারপতি নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘনের বিষয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন অভিযোগ করে বলেন, আপিল বিভাগে বিচারক নিয়োগের ক্ষেত্রে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা করা হয়েছে। সোমবার বার ভবনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

এদিকে খন্দকার মাহবুব হোসেনের বক্তব্যর পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রের প্রধান আইনজীবী অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, সুপ্রিমকোর্টের আপিল বিভাগে বিচারপতি নিয়োগে কোনো ধরণের জ্যেষ্ঠতা লঙ্ঘন হয়নি। কারণ চার দলীয় জোট সরকারের সময় তাদেরকে স্থায়ী করা হয়নি। এবং পরে নিজামুল হককে ট্রাইব্যুনালের চেয়ারম্যান করা হয়েছিল।

এর আগে লিখিত বক্তব্যে খন্দকার মাহবুব বলেন, ‘হাইকোর্ট বিভাগের ৩০ জন বিচারকের জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ২ জন বিচারককে নিয়োগ দেয়া হয়েছে। কোন বিবেচনায় এই জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে  তা আমাদের বোধগম্য নয়’। এসময় তিনি সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারক নিয়োগে নীতিমালা প্রণয়নের দাবি জানান।

খন্দকার মাহবুব সরকারকে সর্তক করে বলেন, বিচারক নিয়োগে নীতিমালা প্রণয়নের পূর্বে আপিল ও হাইকোর্ট বিভাগে কোন বিচারক নিয়োগ করা হলে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচারপতি মানিক বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সংবাদ সম্মেলন পরিচালনা করেন।

প্রসঙ্গত, রোববার বিচারপতি মির্জা হোসেইন হায়দার, মো. নিজামুল হক নাসিম ও মোহাম্মদ বজলুর রহমানকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার তাদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা।

এফএইচ/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।