অসভ্যতা করায় চড় মারলেন সানি লিওন!


প্রকাশিত: ১০:৩৭ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

বলিউডে পা রেখেই ধীরে ধীরে নিজের অবস্থান পাকা করছেন সাবেক ইন্দো কানাডিয়ান পর্নস্টার সানি লিওন। আর তার ধারাবাহিকতায় একের পর এক ছবির কাজ করে যাচ্ছেন তিনি।

সম্প্রতি সানি কাজ করছেন ‘বেইমান লাভ’ নামের একটি ছবিতে। আর তারই শুটিং স্পটে তিনি চড় দিয়ে বসেছেন সহ অভিনেতা রাজনীশ দুগলকে! তবে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, চড় তিনি সত্যি সত্যি মারেননি। ছবির দৃশ্যের প্রয়োজনেই এই চড় মারার দৃশ্যে অভিনয় করতে হয়েছে সানি ও রাজনীশকে।

তবে বিপত্তি ঘটেছে অন্যখানে, শটটি মনমতো না হওয়ায় বেচারা রাজনীশকে পাঁচ বার চড় খেতে হয় সানির হাতে। আর এতে কিছুটা চোটও পেয়েছেন। একটি পানশালায় ধারণকৃত এই দৃশ্যে দেখানো হবে সানির সাথে অসভ্যতা করায় সানি চড় মারেন রাজনীশকে। শোনা যাচ্ছে চড় মারতে গিয়ে রাজনীশের নাকে আঘাত লাগে। সানি নাকি এর জন্য ক্ষমাও চেয়ে নেন।

ছবিটির পরিচালনায় আছেন সাংবাদিক ও পরিচালক রাজীব চৌধুরি। চলতি বছরেই মুক্তি পাওয়ার কথা রয়েছে ভালোবাসা, প্রতারণা এবং রোমান্সে ভরপুর এই ছবিটি। ছবিটিতে ৬টি অন্তরঙ্গে দৃশ্যে দেখা যাবে সানিকে।

আরএএইচ/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।