চলচ্চিত্রের রঙিন ফিতায় বঙ্গবন্ধু!


প্রকাশিত: ১০:১৬ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

তিনি কোনো দলের নন, তিনি কোনো সময়েরও নন। সমস্ত দল, মত, কালের উপরে তাকে স্থান দিয়েছে ইতিহাস। তিনি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

তার জীবন আর আদর্শের ছবি এবার ফুটে উঠবে সেলুলয়েডের ফিতায়। বঙ্গবন্ধুকে নিয়ে ‘চল যাই’ নামে নির্মিত হতে যাচ্ছে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ছবিটি পরিচালনা করছেন মীরাক্কেল ওসাম সালার জয়েন্ট উইনার খালিদ মাহবুব তূর্য।
 
তূর্য বলেন, ‘চল যাই’ তারুণ্যের ছবি। এটি এ সময়ের একদল তরুণের পথচলার গল্প। চলতে চলতে তাদের চোখ দিয়ে পিছনের ইতিহাসকে দেখানো হবে। সেখানে আসবে বাঙালির ইতিহাস ও বঙ্গবন্ধু। বলা যায়- তারুণ্যের চোখে আমাদের স্বাধীনতা সংগ্রামকে দেখে নেয়া। কেমন ছিল সে সময়? কেমন করে একজন মহান নেতা স্বাধীনতাকামী জাতির কাছে এক মহানতর বটবৃক্ষ বলে বিবেচিত হয়ে গেলেন? কেমন করে স্বাধীনতা সংগ্রামীদের ত্যাগ এসময়ের একদল হতাশ তরুণকে জীবনে ফিরিয়ে আনে- তারই গল্প আমাদের ‘চল যাই’ চলচ্চিত্রে।’

চলচ্চিত্রটিতে অভিনয় করছেন শতাব্দী ওয়াদুদ, রোকেয়া প্রাচী, আবুল কালাম আজাদ, জান্নাতুল পিয়া, সাব্বির হাসান, মাসুম আজিজ, সতেজ চৌধুরী, নাভিদ মুনতাসির, আয়াত-উন-নিসা, সিরাজ জাহান, অর্ণব ত্রিপুরা, স্মরণ রাহমান, শিশুশিল্পী শরিফুল প্রমুখ।

চলচ্চিত্রের স্ক্রিপ্ট লিখেছেন পরিচালক নিজেই। স্ক্রিন প্লেতে আছেন শিহাব রাহমানিয়া। এবং সিনেমাটোগ্রাফি করছেন তরুণ প্রজন্মের মেধাবী সিনেমাটোগ্রাফার সুমন সরকার।

‘চল যাই’ ছবির মাধ্যমে প্রথমবারের মত চলচ্চিত্রের টাইটেল ট্র্যাক করছে ধুম থ্রি’র টাইটেল ট্র্যাক ফিরিয়ে দেয়া জনপ্রিয় হার্ড রক মেটাল ব্যান্ড ওয়ারফেজ। ‘ইনিশিয়েটিভ’ প্রযোজিত চলচ্চিত্রটি আগামী ১২ই আগস্ট মুক্তি পাবে বলে জানান পরিচালক।

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।