জিসান আবেদীনের বই `অসময়ে ইরাকে`


প্রকাশিত: ১০:০৩ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

কানের পাশ দিয়ে শিস কেটে গুলি চলে যায় বইয়ে পড়েছি। যাওয়ার আগে শুনলাম, ওখানে নাকি মাথার ওপর দিয়ে মিসাইল আর রকেট শেল ছোটে। তবুও সিদ্ধান্তে অটল, চললাম বীরদর্পে। কারণ, নিজ দেশে আমার অবস্থা আরো শোচনীয়। তাৎক্ষণিক সুযোগ লুফে নিলাম। তড়িৎ গতিতে মার্কিন সেনাবাহিনীর ছাপোষা চাকুরে বনে গেলাম সাদ্দাম হোসেনের দেশে-এমনই অভিজ্ঞতা নিয়ে জিসান আবেদীন এবারের বইমেলায় নিয়ে আসছেন `স্মৃতিকথা` বিষয়ক গ্রন্থ `অসময়ে ইরাকে।` জিসান আবেদীন, দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক কালের কণ্ঠে সহ সম্পাদক হিসেবে কর্মরত রয়েছেন।

বেহুলা বাংলা প্রকাশিত এই গ্রন্থটি সম্পর্কে জিসান আবেদীন বলেন, `অসময়ে ইরাকে` বইটির মাধ্যমে জীবনের এক চরম সময়ের অবিশ্বাস্য স্মৃতির স্থায়ীত্ব দিতে স্পর্ধা দেখালাম। অমর একুশে গ্রন্থমেলার স্টল নম্বর ৫৭৭- শিগগির বইটি পাওয়া যাবে।

এইচএন/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।