সাদুল্যাপুরে জুয়ার প্যান্ডেল পুড়িয়েছে প্রশাসন


প্রকাশিত: ০৯:৩৬ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের জামলারজান ব্রিজ এলাকার হিন্দুপাড়ায় অবৈধভাবে গড়ে উঠা অশ্লীল নগ্ন নৃত্য ও জুয়ার প্যান্ডেল ভেঙে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে প্রশাসন। এসময় জমির মালিক আকবর হোসেনের ছেলে ছামিউল ইসলামকে (৩৮) আটক করা হয়।
 
সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লা আলম মামুন তালুকদার পুলিশ নিয়ে রোববার রাত সাড়ে ১১টার দিকে ওই অভিযান চালন। অভিযানে তিনি প্যান্ডেল ভেঙে আগুন দেন। এরপর তিনি  জুয়াড়িদের আটক করতেিতিন ঘণ্টা ধরে অভিযান চালান।

স্থানীয় লোকজন জানান, ভাতগ্রাম ইউনিয়নের জামলারজান ব্রিজ এলাকার হিন্দুপাড়ার শ্রী সচিনের বাড়ি সংলগ্ন আকবর হোসেনের জমিতে প্যান্ডেল করে মাইকের প্রচার চালিয়ে ৩-৪ দিন ধরে অশ্লীল নগ্ন নৃত্য ও জুয়া খেলা চলছিল। স্থানীয় বেশ কয়েকজন চিহ্নিত জুয়াড়ু নৃত্য ও জুয়া খেলা চালিয়ে আসছিলেন। বিষয়টি সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লা আলম মামুন তালুকদারকে অবগত করেন স্থানীয়রা। পরে তিনি পুলিশ নিয়ে অভিযান চালিয়ে অশ্লীল নগ্ন নৃত্য ও জুয়া প্যান্ডেল ভেঙে আগুন দেন।

সাদুল্যাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবদুল্লা আলম মামুন তালুকদার বিষয়টি নিশ্চিত করেজোগো নিউজকে জানান, স্থানীয়দের কাছে অভিযোগ পেয়ে তিনি অভিযান চালান। আটক ছামিউলকে আজ সোমবার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হবে।

অমিত দাশ/এমজেড/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।