মৌলিক গল্পের রোমান্টিক ছবি সুইটহার্ট
ভালোবাসা দিবস উপলক্ষে আগামী ১২ ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পাচ্ছে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘সুইটহার্ট’ ছবিটি। রোমান্সে ভরপুর হৃদয় ছোঁয়া এক সত্য প্রেম কাহিনি এবং মৌলিক গল্পে নির্মিত হয়েছে ছবিটি- জানিয়েছেন নির্মাতা সুমন।
ছবিটিতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন হালের আবেদনময়ী চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। এছাড়া একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই ছবির একসময়ের হার্টথ্রুব নায়ক রিয়াজ। গতকাল রোববার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে অনুষ্ঠিত হয় সুইটহার্টের প্রচার ও অডিও প্রকাশনা অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন ছবির নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা।
অনুষ্ঠান শুরুতেই স্মরণ করা হয় বর্তমানে হাসপাতালে শয্যাশায়ী অভিনেত্রী পারভীন সুলতানা দিতিকে। তিনিও একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন ‘সুইটাহার্ট’ ছবিতে। অনুষ্ঠানে দিতির সুস্থতার জন্য দোয়া করা হয়।
এসময় নির্মাতা ওয়াজেদ আলী সুমন বলেন, ‘বর্তমান সময়ে ঢাকাই ছবির দর্শকরা নকল ছবি দেখতে দেখতে একপ্রকার হাঁপিয়ে উঠেছেন। দর্শকদের কথা মাথায় রেখে একেবারে মৌলিক গল্পে নির্মাণ করেছি ‘সুইটহার্ট’ ছবিটি। আমার বিশ্বাস দর্শক অনেকদিন পর ভিন্ন একটি রোমান্টিক গল্পের ছবি পেতে যাচ্ছেন।’
রিয়াজ বলেন, ‘ছবিতে আমার চরিত্রের ব্যপ্তিকাল বেশি সময় না হলেও গভীরতা আছে অনেক বেশি। তাছাড়া ‘সুইটহার্ট’ ছবির গল্পটি এককথায় অসাধারণ। আমি বিশ্বাস করি দর্শকদের জন্য ছবিটি ভালোবাসা দিবসের সেরা উপহার হয়ে আসবে।’
এদিকে কিছুদিন আগে ছবির ট্রেলার এবং বেশ কিছু গানের ভিডিও প্রকাশ হলে পরিচ্ছন্ন নির্মাণ ও মিম-বাপ্পি জুটির জমজমাট রসায়নে ‘সুইটাহার্ট’ নজর কেড়েছে দর্শকদের। ছবিটিতে অন্যান্যের মধ্যে আরো অভিনয় করেছেন দিতি, প্রবীর মিত্র, শম্পা রেজা ও উৎপল। ছবিটির গল্প লিখেছেন এস রেজা। ডিজিটাল মুভিজের প্রযোজনায় ছবির সংলাপ লিখেছেন মো. রফিকুজ্জামান ও আবদুল্লাহ জহির বাবু।
এনই/এলএ