বরিশালে ১১ জনকে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা


প্রকাশিত: ০৯:০১ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

বরিশাল সদর উপজেলার লাহারহাট এলাকা থেকে ৫০ মণ জাটকাসহ আটক ১৩ জনের মধ্যে ১১ জনকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কল্যাণ চৌধুরী এ জরিমানা করেন।
 
দণ্ডিতরা হলেন- কামাল মাল, আমির হোসেন, মজিদ, আমির হোসেন, আলাউদ্দিন, বিল্লাল, লিটন, আবুল কাসেম, ফিরোজ, সাহে আলম ও রত্তন চন্দ্র। এদের সবার বাড়ি ভোলা জেলার দৌলতখান এলাকায়।

তবে ট্রাক চালক গোলাম রসুল ও হেলপার রুসানকে জরিমানা করেনি ভ্রাম্যমাণ আদালত।

বরিশাল সদর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার মধ্যরাতে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়। এ সময় একটি ট্রাক থেকে উদ্ধার হয় ৫০ মণ জাটকা।

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, ভোলা থেকে এই জাটকা বরিশালের উদ্দেশ্যে আনা হচ্ছিল।

তিনি আরও জানান, আটকদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে ট্রাকের চালক ও হেলপারকে বাদ দিয়ে ১১ জনকে ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়। উদ্ধার হওয়া জাটকা ইলিশ দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে বলে জানান ফাঁড়ির ইনচার্জ এসআই শফিকুল ইসলাম ।

সাইফ আমীন/এসএস/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।