ওয়ানডে ক্রিকেটে ২০০ ছক্কার ক্লাবে ম্যাককালাম


প্রকাশিত: ০৮:২৯ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

ওয়ানডের আন্তর্জাতিক ক্রিকেটে ২০০ ছক্কা হাকানোর ক্লাবে যোগ দিলেন নিউজ্যিান্ড অধিনায়ক বিগ হিটিং ব্রেন্ডন ম্যাককালাম। এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে নিজের শেষ ম্যাচে সোমবার হ্যামিলটনে অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ২০০ ছক্কা ক্লাবে যোগ দেন কিউই সাবেক এই অধিনায়ক।

ওয়ানডে ক্রিকেটে তালিকার চতুর্থ স্থানে আছেন ম্যাককালাম আর শীর্ষে রয়েছেন পাকিস্তানের শহিদ আফ্রিদি (৩৫১)। ওয়ানডে ক্রিকেটে ২৭০ ছক্কা হাকিয়ে তালিকার দ্বিতীয় স্থানে আছেন শ্রীলংকার সনত জয়সুরিয়া এবং ২৩৮টি নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল। টেস্ট ক্রিকেটেও ১০০ ছক্কা রয়েছে তার। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা হাকানোর শীর্ষে রয়েছেন ম্যাককালাম এবং অস্ট্রেলিয়ার এডাম গিলক্রিস্ট।

নিজের শেষ ম্যাচে মাঠে নামার সময় নিজ ও অস্ট্রেলিয়া দল ৩৪ বছর বয়সী ম্যাককালামকে গার্ড অব অনার প্রদান করেন। আবার আউট হয়ে যাওয়ার সময় মাঠে উপস্থিত ৮ হাজার দর্শক দাঁড়িয়ে তাকে অভিবাদন জানান। এই ম্যাচের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্ট খেলেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাবেন ম্যাককালাম।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।