আপিল বিভাগে বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন তিন বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠতা লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
সোমবার সকালে নতুন তিন বিচারপতির শপথ নেওয়ার পর দুপুরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন খন্দকার মাহবুব।
তিনি বলেন, আপিল বিভাগে পাঁচজন বিচারপতির পদ শূন্য থাকলেও তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে। এই তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে ৩০ জন বিচারপতিকে ডিঙিয়ে।
গতকাল সোমবার দুপুরের দিকে বিচারপতি মির্জা হোসেইন হায়দার, বিচারপতি নিজামুল হক নাসিম এবং বিচারপতি বজলুর রহমানকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন তিন বিচারপতি হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি। তাদের দিয়ে আপিল বিভাগে মোট বিচারপতির সংখ্যা দাঁড়ায় আটজনে, যাদের মধ্যে একজন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। বাকিরা হলেন- বিচারপতি মো. আবদুল ওহাব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি মো. ইমান আলী ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
সোমবার সকালেই সোমবার সকালে সুপ্রিম কোর্টের জাজেজ লাউঞ্জে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নতুন বিচারপতিদের শপথবাক্য পাঠ করান।
এফএইচ/এনএফ/আরআইপি