২২৮ রানের লক্ষ্যে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ


প্রকাশিত: ০৭:৫৫ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

যুবাদের সবচেয়ে বড় আসর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমি ফাইনালের জায়গা করে নিতে পাকিস্তানের দেওয়া ২২৮ রানের লক্ষ্যে ব্যাট করছে ওয়েস্ট ইন্ডিজ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের সংগ্রহ ৯ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৬০ রান।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মাত্র ২১ রানেই তিন উইকেট হারিয়েছিল পাকিস্তানের যুবারা। অধিনায়ক জিসান মালিক ৩, মোহাম্মদ উমর ৮, সাদাব খান ১ রানে ফিরে যান। এরপর সাঈফ বাদার ১০ ও হাসান মোহসিন ১৯ রানে ফিরে গেলে বিপদ বাড়ে তাদের।

তবে পরের পুরোটাই প্রতিরোধের গল্প। সালমান ফায়াজকে নিয়ে ১৬৪ রানের জুটি গড়েন মাসুদ। ২৮.১ ওভার স্থায়ী জুটিটি ভাঙে সেঞ্চুরিয়ান মাসুদের বিদায়েই। ১৫ চার ও ২ ছয়ে ১১৪ বলে ইনিংসটি সাজিয়ে তিনি যখন সাজঘরে ফিরছেন তখন তার নামের পাশে ১১৩ রানের ঝলমলে একটি ইনিংস।

অন্যদিকে মাসুদের জুটি সঙ্গী ফায়াজ শেষপর্যন্ত অপরাজিত থেকেই মাঠ ছাড়েন। ৩ চার ও ১ ছয়ে ৭৯ বলে ৫৮ রানে অপরাজিত থাকেন তিনি। ক্যারিবীয় যুবাদের হয়ে চিমার হোল্ডার নেন ২টি উইকেট। একটি করে উইকেট গেছে জোসেপ, স্প্রিঙ্গার, জন ও পলের দখলে।

উল্লেখ্য, আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের তিন সেমিফাইনালিস্ট নির্ধারিত হয়ে গেছে। সেরা চারে পৌঁছে গেছে স্বাগতিক বাংলাদেশও।

এমআর/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।