মাস্টার্স শেষ পর্বে ভর্তির সময় বৃদ্ধির দাবি


প্রকাশিত: ০৭:৫৩ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স শেষ পর্বের প্রথম মেধা তালিকার ভর্তির সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়েছে মেধা তালিকায় উত্তীর্ণ ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

সারা দেশে প্রায় ২ হাজার শিক্ষার্থী রয়েছেন যারা নির্দিষ্টি সময়ের মধ্যে ভর্তি হতে পারেননি উল্লেখ করে শিক্ষার্থীরা জানান, ইন্টারনেট সার্ভার সমস্যার কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে ফর্ম ডাউনলোড করা সম্ভব হয়নি। পাশাপাশি কলেজ কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে অনাকাঙ্ক্ষি ভুলের কারণে যেসব শিক্ষার্থী ভর্তি হতে পারেননি তারা এখন বিপাকে পড়েছেন।

সরকারের কাছে এ বিষয়ে  সুষ্ঠু সামাধানের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।

এএস/এনএফ/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।