ক্লিন ঢাকা কনসার্টের প্রধান পৃষ্ঠপোষক আরএফএল


প্রকাশিত: ০৬:৪৩ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

`ক্লিন ঢাকা কনসার্ট`-এর প্রধান পৃষ্ঠপোষক হল দেশের শীর্ষস্থানীয় প্লাস্টিক পণ্য সমগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘আরএফএল’। সোমবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এছাড়া কনসার্টে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কম। রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আগামী ১২ ফেব্রুয়ারি এ কনসার্ট অনুষ্ঠিত হবে।

এর আগে গত ২৭ জানুয়ারি অন্তর শোবিজ এই কনসার্ট আয়োজনের ঘোষণা দেয়। এতে বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খান অংশগ্রহণ করবেন। পাশাপাশি থাকবেন জনপ্রিয় চিত্র নায়ক অনন্ত জলিল, বলিউড সংগীত শিল্পী কানিকা কাপুর, জাবেদ আলীসহ অন্যান্য শিল্পীরা।

সংবাদ সম্মেলনে আয়োজক অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বিস্তারিত তুলে ধরেন। এসময় আরএফএল প্লাস্টিকস এর হেড অব মার্কেটিং এস এম আরাফাতুর রহমান, প্রাণ আরএফএল গ্রুপের হেড অব মিডিয়া ও জাগো নিউজ এর ভারপ্রাপ্ত সম্পাদক সুজন মাহমুদ, হেড অফ ইভেন্টস আদিল খান প্রমুখ উপস্থিত ছিলেন।


Dhaka_cline
এসময় স্বপন চৌধুরী বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ২০১৬ সালকে পরিচ্ছন্নতার বছর ঘোষণা করেছে। আমরা এই কার্যক্রমে সম্পৃক্ত হতে এই কনসার্টের উদ্যোগ নিয়েছি। পরিচ্ছন্নতা আমাদের নিজেদের জন্যই জরুরি। তাই সবাইকে এই উদ্যোগে এগিয়ে আসতে হবে। এসময় তিনি কনসার্টের বিস্তারিত তুলে ধরেন।

আরএফএল এর হেড অব মার্কেটিং এস এম আরাফাতুর রহমান জানান, ‘ক্লিন ঢাকা ২০১৬’ সামাজিক আন্দোলনে একাত্মতা প্রকাশ করতে আমরা এ কনসার্টের সাথে যুক্ত হয়েছি। কনসার্টের পাশাপাশি রাজধানী ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব এবং আবুনিক নগরী গড়ে তোলার এ মহাপরিকল্পনায় যুক্ত থাকবে আরএফএল ওয়েস্ট বিন।

এছাড়াও সিটি কর্পোরেশনের যেকোনো ধরনের সামাজিক উদ্যােগের পাশে থাকবে আরএফএল বলেও জানান তিনি।

এসময় জাগো নিউজের ভারপ্রাপ্ত সম্পাদক সুজন মাহমুদ বলেন, ভাষার মাস ফেব্রুয়ারি। সেই মাসে এই কনসার্টের আয়োজন। যেকোনো বড় আয়োজনে ক্রটি-বিচ্যূতি হতে পারে। তবে পুরো আয়োজন সফল করতে সবার সহায়তা চাইবো আমরা। বিশেষ করে সংবাদ মাধ্যমে বিষয়টি যেন সঠিকভাবে উঠে আসে সেই আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনের পর অতিথিরা প্রেস ক্লাব প্রাঙ্গণে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।

এসএ/এএস/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।