বরিশালে ৫০ মণ জাটকা জব্দ
বরিশাল সদর উপজেলার লাহারহাট এলাকা থেকে ৫০ মণ জাটকাসহ ১৩ জনকে আটক করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে উদ্ধার হওয়া এ সকল জাটকা এলাকার দুস্থদের মধ্যে বিতরণ করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, রোববার মধ্যরাতে বরিশাল নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যদের সহায়তায় অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করা হয়। এ সময় একটি ট্রাক থেকে উদ্ধার করা হয় ৫০ মণ জাটকা। আটকদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা গেছে ভোলা থেকে এই জাটকা বরিশালের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
সাইফ আমীন/এফএ/এসএস/এসএম