হিন্দু দেবতা রামের বিরুদ্ধে মামলা


প্রকাশিত: ০৬:০৩ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

হিন্দু দেবতা রাম স্ত্রী সীতার প্রতি অন্যায্য আচরণ করেছেন এমন অভিযোগ এনে দেবতার বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নিয়ে সবাইকে তাজ্জব করে দিয়েছেন ভারতীয় আইনজীবী চন্দন কুমার সিং।

তিনি বলছেন, রাবণের কাছ থেকে উদ্ধারের পর রাম সীতাকে তার পবিত্রতার পরীক্ষা দিতে বলেছিলেন। তার মানে সীতাকে রাম বিশ্বাস করেননি।

এ আচরণের মাধ্যমেই দেখা যাচ্ছে, নারীর প্রতি কি দৃষ্টিভঙ্গি সেই প্রাচীন সময়েও পোষণ করা হতো। বিহারের একটি আদালতকে এ বিষয়টি স্বীকার করে নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন তিনি। তবে, বাস্তবসম্মত ফরিয়াদ নয় বলে গত সপ্তাহে সে আবেদন খারিজ করে দিয়েছে আদালত।

ফলে দেবতার বিরুদ্ধে মামলার বিষয়টি হাস্যকর শোনালেও সিং আবারো এ বিষয়ে মামলা রুজু করার উদ্যোগ নেবেন বলে বিবিসিকে জানিয়েছেন। তবে তিনি এ কাজ গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের জন্যই করছেন বলে ধারণা তার সহকর্মীদের অনেকের।

এদিকে, এ ঘটনার ফলশ্রুতিতে হিন্দু দেবতার মানহানি হয়েছে এমন পাল্টা অভিযোগে তার বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন আরেক আইনজীবী। হিন্দুদের জনপ্রিয় দেবতা রাম রামায়ণের নায়ক। ভারত ও বিশ্বের বিভিন্ন দেশে রামের কোটি কোটি ভক্ত পূজারি রয়েছেন।

এসআইএস/এসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।