ম্যান ইউ-চেলসি ম্যাচ ড্র
ইংলিশ প্রিমিয়ার লিগের চলমান আসরের হাইভোল্টেজ ম্যাচে ঘরের মাঠে দিয়েগো কস্তার যোগ করা সময়ের গোলে ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ১-১ গোলে ড্র করেছে চলতি মৌসুমে নিজেদের খুঁজতে থাকা চেলসি।
রোববার প্রতিপক্ষের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে প্রথম সুযোগটি তৈরি করে ইউনাইটেড। অন্তনি মার্সিয়ালের শট ঝাঁপিয়ে কোনোমতে ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক। এরপর একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা পায়নি ম্যান ইউ। এরপর নিজেদের রক্ষণ সামলে প্রতিপক্ষ শিবিরে পাল্টা আক্রমণ চালায় চেলসি।
এরই ধারাবাহিকতায় প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যেতে পারত চেলসি। উইলিয়ানের ক্রস এক জনের গায়ে লাগলে পেয়ে যান জন টেরি। তার জোরালো শট ঠেকিয়ে দেন ডালে ব্লিন্ড। এই সময়ে বল তার হাতে লাগে, তবে ইচ্ছেকৃত নয় বলে চেলসির পেনাল্টির আবেদনে সাড়া দেননি রেফারি।
দ্বিতীয়ার্ধেও শুরুতে চেলসি শিবিরে আক্রমণের ধার বাড়িয়ে দেয় ইউনাইটেড। সুফল পেতে এবার বেশি দেরি হয়নি অতিথিদের। ম্যাচের ৬০ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন জেসি লিঙ্গার্ড। ম্যাচের ৬৭তম মিনিটে সমতা প্রায় ফিরিয়ে ফেলেছিল চেলসি। ব্রানিস্লাভ ইভানোভিচের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন ইউনাইটেডের গোলরক্ষক। ম্যাচের যোগ করা সময়ে আর দলকে বাঁচাতে পারেননি ডি গিয়া। তাকে ফাঁকি দিয়ে ঠাণ্ডা মাথায় বল জালে পাঠিয়ে কস্তা উল্লাসে মাতান স্টামফোর্ড ব্রিজকে।
এই ড্রয়ে ২৫ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে ত্রয়োদশ স্থানে আছে গতবারের চ্যাম্পিয়ন চেলসি।
এমআর/এসএম