শিশু আব্দুল্লাহর হত্যাকারী বন্দুকযুদ্ধে নিহত
ঢাকার কেরানীগঞ্জ থেকে মুক্তিপণ দাবি করে অপহৃত শিশু মো. আব্দুল্লাহকে হত্যার ঘটনার মূল হোতা মোতাহার র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মারা গেছেন। সোমবার ভোরে দক্ষিণ কেরানীগঞ্জের চিতাখোলায় র্যাব-১০ এর টহল টিমের গুলিতে মোতাহার মারা যায়।
জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল ও মিডিয়া শাখার পরিচালক মুফতি মাহমুদ খান ও র্যাব-১০ এর অধিনায়ক (সিও) জাহাঙ্গীর হোসেন মাতুব্বর।
জাহাঙ্গীর হোসেন জানান, ডিএডি সদরুলের নেতৃত্বে র্যাব-১০ এর একটি টহল টিমের উপস্থিতি টের পেয়ে গুলি চালায় মোতাহারসহ আরও কয়েকজন। ঘন কুয়াশার কারণে প্রথমে কাউকে চেনা যায় নি। র্যাব সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালালে বন্দুকযদ্ধের এক পর্যায়ে মোতাহার গুলিবিদ্ধ হয়ে মারা যায়। অন্য সঙ্গীরা পালিয়ে যায়। এসময় সেখান থেকে ২টি মোটরসাইকেল, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, মোতাহার শিশু আব্দুল্লাহকে অপহরণ করে মুক্তিপণ হিসেবে অপহরণকারীরা ০১৮৭-৯৩৬১৭৯৫ নম্বরে ৫ লাখ টাকা বিকাশ করার কথা জানিয়েছিল। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে পরিবার। পরে মুক্তিপণ না পেয়ে শিশু আব্দুল্লাহকে এসিড দিয়ে ঝলসে দেয় ও হত্যা করে। গত ২ ফেব্রুয়ারি আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এআর/জেইউ/এআরএস