আদর্শ ও কর্মে বেঁচে থাকবেন সাংবাদিক শমশের বেলাল


প্রকাশিত: ০৯:০৩ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

কক্সবাজার প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রয়াত সাংবাদিক আব্দুল হামিদ শমশের বেলাল স্মরণে দোয়া মাহফিল করেছে কক্সবাজার রিপোর্টার্স ইউনিটি। রোববার সন্ধ্যায় কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাসেল চৌধুরী।

সাধারণ সম্পাদক শফি উল্লাহ শফির পরিচালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন রিপোর্টার্স ইউনিটির প্রধান উপদেষ্টা, বিশিষ্ট সাংবাদিক নেতা প্রিয়তোষ পাল পিন্টু। শমশের বেলালের কমিটির সাধারণ সম্পাদক প্রিয়তোষ পাল পিন্টু বক্তব্য রাখতে গিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েন। একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। এসময় পুরো অনুষ্ঠানের পরিবেশ ভারী হয়ে ওঠে। তিনি এতোই আগেআপ্লুত হয়ে পড়েন যে শেষ পর্যন্ত বক্তব্য রাখতে পারেননি।

অন্যান্য বক্তারা বলেন, আব্দুল হামিদ শমশের বেলাল একজন পরোপকারী ও নিভৃতচারী সাংবাদিক ছিলেন। শতভাগ পরিচ্ছন্ন ও কলঙ্কমুক্ত এ সাংবাদিক সত্য ও ন্যায়ের পক্ষেও ছিলেন অবিচল। অত্যন্ত সতর্কতার সঙ্গে পথ চলতেন। তার লেখনীতে ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন একজন মানুষও খোঁজে পাওয়া যাবে না। তার আদর্শ ও কর্মে তিনি আমাদের মাঝে অনন্তকাল বেঁচে থাকবেন।

বক্তারা আরও বলেন, তিনি দেশের প্রতিষ্ঠিত বিভিন্ন গুরুত্বপূর্ণ মিডিয়ার স্থানীয় প্রতিনিধিদের তথ্য দিয়ে সহযোগিতা করতেন। যখনই কোনো প্রয়োজন হতো তখনই পাশে দাঁড়াতেন বন্ধু-অভিভাবকের মতো। কখনও পরামর্শ, কখনও সহযোগিতা করে সংকট উত্তরণে পাশে থেকেছেন। সাধারণ মানুষের বিপদেও পাশে দাঁড়িয়েছেন কোনো স্বার্থ ছাড়াই।

দোয়া মাহফিলে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক মমতাজ উদ্দিন বাহারী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাধারণ সম্পাদক ও দৈনিক হিমছড়ির ভারপ্রাপ্ত সম্পাদক হাসানুর রশিদ, দৈনিক বাঁকখালী সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী ও দৈনিক কক্সবাজার বানীর ভারপ্রাপ্ত সম্পাদক ফরিদুল আলম শাহীন।

উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের কক্সবাজার অফিস প্রধান শামশুল হক শারেক, আরটিভির কক্সবাজার প্রতিনিধি সাইফুর রহিম শাহীন, রিপোর্টার্স ইউনিটির নেতা মোহনা টিভির কক্সবাজার প্রতিনিধি আমানুল হক বাবুল ও যায়যায়দিন কক্সবাজার প্রতিনিধি জাবেদ আবেদীন শাহীন, রিপোর্টার্স ইউনিটির কোষাধ্যক্ষ মোস্তফা সরওয়ার, রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও দৈনন্দিন পত্রিকার বার্তা প্রধান ও জাগো নিউজের জেলা প্রতিনিধি সায়ীদ আলমগীর প্রমুখ।

মরহুমের পরিবারের পক্ষে দু’বোন শিরিন বানু, সেমলিন, ভাগনি মেহেরুনেচ্ছা লিজাা, ভাইপো আব্দুল কাদের সোহেল ও আব্দুল খালেক রাসেল উপস্থিত ছিলেন।

পরে পরিবারের পক্ষ থেকে সোমবার দুপুরে পারিবারিকভাবে আয়োজিত মেজবানে অংশগ্রহণের জন্য সকল সাংবাদিকদের অনুরোধ জানান মরহুমের বোন শিরিন বানু ও ভাইপো আব্দুল কাদের সোহেল।

উল্লেখ্য, প্রতিথযশা সাংবাদিক শমশের বেলাল গত ৩ ফেব্রুয়ারী বুধবার সকালে শহরের বদরমোকাস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৩ বছর। একইদিন এশার নামাজের পর বদরমোকাম এলাকায় জানাযা শেষে তাকে দাফন করা হয়।

সায়ীদ আলমগীর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।