রাবার বুলেটে বস্তিবাসী আহতের ঘটনায় পু​লিশ সদস্য বরখাস্ত


প্রকাশিত: ০৭:০৭ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর কল্যাণপুর পোড়া বস্তিতে রোববার রাতে পুলিশের রাবার বুলেটে এক বস্তিবাসী আহতের ঘটনায় জড়িত অভিযোগে পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) কনস্টেবল রেজদি মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আহত ব্যক্তির নাম মো. সাজু মিয়া (৩০)। তার বাম পায়ের বুড়ো আঙুল শর্টগানের রাবার বুলেটে ক্ষতবিক্ষত হয়ে গেছে বলে জানা গেছে। পুলিশের দাবি, অসাবধানতাবশত রাবার বুলেট বেড়িয়ে গেছে। তবে বস্তিবাসীর অভিযোগ, পুলিশ বিনা উস্কানিতে গুলি করেছে।

বস্তির বাসিন্দারা জানান, সাজুসহ কয়েক যুবক বস্তির ৮ নম্বরের একটি গলিতে বসে গল্প করছিল। এ সময় কয়েকজন পুলিশ সদস্য এসে তাদের ধরে নিয়ে বস্তির চার নম্বর অংশে অবস্থিত বঙ্গবন্ধু সৈনিক লীগের একটি কার্যালয়ে নিয়ে বুট দিয়ে লাথি মারে এবং রাইফেলের বাট দিয়ে আঘাত করে।

আহত সাজু বলেন, ‘কয়জন আগুনে পোহাচ্ছিলাম। তিনডা পুলিশ আইলো। জিগায়, কই থাকো। কইলাম, এইখানেই থাকি। কয়, ওঠ তগো লগে কথা আছে। নিয়া একটা ঘরে ঢুকাইলো। কথা না কইয়া রাইফেলের বাট দিয়া পিটায়। চিল্লাইলে গুলি কইরা দিবো। স্যার আমগোরে ধরছেন কেন? জিগাইতেই পা ধইর‍্যা গুলি কইর‍্যা দিলো।’

তবে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ভূঁইয়া মাহবুব হাসানের দাবি, পুলিশের একটি দল বস্তির ভেতরে জুয়ার আসর বসার সংবাদ পেয়ে তারা বস্তির ভেতরে ঢোকে। এ সময় পুলিশকে লক্ষ্য করে কয়েকজন ইট-পাটকেল ছুঁড়তে থাকে। একজন পুলিশ সদস্যের শর্টগানে গুলি ভরা ছিল, অসাবধানতাবশত তা বের হয়ে যায়।

তিনি জানান, এ ঘটনায় পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টের (পিওএম) কনস্টেবল রেজদি মিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আহতের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। এটি নিছক দুর্ঘটনা।

আহত সাজুকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে।

জেইউ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।