প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন বান কি মুন


প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোন কথা বলেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। রোববার রাত ৮টার দিকে তিনি ফোন করেন বলে জানা গেছে। এসময় পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পর প্রধানমন্ত্রীকে বান কি মুন জানান জাতিসংঘ একটি প্যানেল করতে যাচ্ছে। এ প্যানেলে তিনি সদস্য হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাখার প্রস্তাব করেন। জাতিসংঘ মহাসচিবের এ প্রস্তাবে প্রধানমন্ত্রী সম্মতি জানান।

বান কি মুন তার টেলিফোন আলাপে এ বছর জুনের প্রথম সপ্তাহে জাতিসংঘে পুলিশের একটি সম্মেলন অনুষ্ঠানের কথা জানান এবং ওই সম্মেলনে বান কি মুন বাংলাদেশ থেকে পুলিশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠানোর জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন।

ঢাকায় এ বছর ডিসেম্বরে "গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট" সম্মেলন হতে যাচ্ছে জানিয়ে ওই সম্মেলনে জাতিসংঘ মহাসচিবকে অংশগ্রহণের জন্য আমন্ত্রন জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী এসময় বলেন, বাংলাদেশ এখন স্থিতিশীল অবস্থায় রয়েছে। দেশের সব রাজনৈতিক দল এখন ইউনিয়ন কাউন্সিল পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিচ্ছে এবং নির্বাচনের কাজে ব্যস্ত রয়েছে। এর আগে সবদলের অংশগ্রহণে পৌরসভা নির্বাচন হয়েছে।

এছাড়া দেশের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে বলেও প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবকে জানান।

এ পর্যায়ে শুভেচ্ছা বিনিময়ের মধ্যদিয়ে তাদের টেলিফোন আলাপ শেষ হয়।

এসএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।