কোকেন মামলার ৫ আসামি রিমান্ডে
কোকেন মামলার পাঁচ আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার বিকেলে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম নূরুল আলম মোহাম্মদ নিপু এ রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
আসামি পাঁচজন হলেন- আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলী লিমিটেডের মালিকানাধীন প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক গোলাম মোস্তফা সোহেল, কসকো শিপিং লাইনের ম্যানেজার একে আজাদ, গার্মেন্ট পণ্য রফতানিকারক প্রতিষ্ঠান মন্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান, সিকিউরিটিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা মেহেদি আলম এবং আবাসন ব্যবসায়ী মোস্তফা কামাল।
নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ মাধ্যমকে তিনি বলেন, কোকেন মামলায় পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুইদিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
জীবন মুছা/এসএইচএস/এবিএস