‘বেঁচে থাকার গান’ ও ‘বাংলার ছেলে’ অ্যালবামের মোড়ক উন্মোচন


প্রকাশিত: ০২:০৭ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

তরুণ গায়ক অর্ণব সুমনের একক অ্যালবাম `বাংলার ছেলে`  ও মিক্সড এ্যালবাম `বেঁচে থাকার গান` দুটি  আধুনিক গানের সিডি প্রকাশ করেছে গানবাজ। রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লবের কনফারেন্স লাউঞ্জে এই অ্যালবাম দুটির মোড়ক উন্মোচন করা হয়।

‘বেঁচে থাকার গান‘ অ্যালবামে বাপ্পা মজুমদার, পান্থ কানাই, সুমন কল্যাণ, সানিয়া রমা, দিনাত জাহান, ঐশি, নিশিতা, রবিন ও মুহিনের গান আছে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লবের সভাপতি শফিকুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ, সাবেক সাধারণ সম্পাদক মোল্লা জালাল,কণ্ঠ শিল্পি আসিফ আকবর, গীতিকার শহিদুল্লাহ ফরাজী,গানবাজ প্রোডাকশন হাউজের সিইও সোহেল অটল প্রমুখ।

এএস/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।