ফারমার্স ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ হাইকোর্টে স্থগিত


প্রকাশিত: ০১:৫৭ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

ফারমার্স ব্যাংকের অনিয়ম ও তথ্য গোপনের বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক নিয়োগ আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে নিয়োগ সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের দেয়া চিঠি কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্টদের উক্ত রুলের জবাব দিতে বলা হয়েছে।

রোববার হাইকোর্টের বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর ও বিচারপতি একেএম সাইদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এদিন আদালতে ফারমার্স ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ, একে রাশেদুল হক ও অনুপম বিশ্বাস। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

আগামী ১৭ ফেব্রুয়ারি এ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বলে জানিয়েছেন ফারমার্স ব্যাংকের আইনজীবী একে রাশেদুল হক।

গত ১৩ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও বিনিয়োগ বিভাগের মহাব্যবস্থাপক এএনএম আবুল কাশেমকে ফারমার্স ব্যাংকে পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। ওইদিন কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে ফারমার্স ব্যাংকের চেয়ারম্যানের কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

ব্যাংকের পরিচালনা পর্ষদ, ক্রেডিট ও অডিট কমিটিসহ গুরুত্বপূর্ণ সব বৈঠকে পর্যবেক্ষককে উপস্থিত থাকার নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। আর ফারমার্স ব্যাংকে যেকোনো বৈঠকের তিন কর্মদিবস আগে সংশ্লিষ্ট কাগজপত্র পর্যবেক্ষকের কাছে পাঠাতে বলে। ব্যাংকের আর্থিক সূচকের অবনতি ও সুশাসন নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নেয়।

২০১৩ সালে জুন মাসে লাইসেন্স পেয়ে ফারমার্স ব্যাংক ৩৮টি শাখায় কাজ চালচ্ছে। পরিচালনা পর্ষদে চেয়ারম্যান পদে সরকারি হিসাব-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীর। পৌনে তিন বছরের কার্যক্রমে ব্যাংকে প্রায় ৪০০ কোটি টাকার ঋণ অনিয়মের তথ্য পাওয়ার পর কেন্দ্রীয় ব্যাংক সম্প্রতি একজন পর্যবেক্ষক নিয়োগ করে।

৬ প্রতিষ্ঠানের ঋণের তথ্য গোপন করায় কেন্দ্রীয় ব্যাংক গত ৩ জানুয়ারি ফারমার্স ব্যাংককে ১০ লাখ টাকা জরিমানার করেন। সঙ্গে সঙ্গে ১০ দিনের মধ্যে ওই অর্থ কেন্দ্রীয় ব্যাংককে পরিশোধ করতে বলা হয়।
 
ফারমার্স ব্যাংক এর বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করলে গত ১১ জানুয়ারি বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ কেন্দ্রীয় ব্যাংকের জরিমানার আদেশ চার মাসের জন্য স্থগিত করেন।

এফএইচ/এসকেডি/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।