গাইবান্ধায় বাস চাপায় কলেজছাত্রসহ নিহত ২


প্রকাশিত: ০১:১৬ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাটে যাত্রীবাহী বাসের চাপায় আশিক মিয়া (২৫) নামে এক কলেজছাত্র এবং পথচারি সাজু মিয়া (২৫) নিহত হয়েছেন। এসময় আশিকের সঙ্গে থাকা বন্ধু ইমরান (২৫) ও আবেদ (২৪) আহত হয়েছেন।

নিহত আশিক মিয়া গাইবান্ধা শহরের থানাপাড়ার জনৈক বাবু মিয়া এবং সাজু মিয়া পলাশবাড়ি উপজেলার হরিপুর গ্রামের এনায়েত উল্যাহর ছেলে।

 রোববার দুপুরে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের সদর উপজেলার তুলসীঘাট রেবেকা হাবীব গার্লস স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা সরকারি কলেজের অর্নাস দ্বিতীয় বর্ষের ছাত্র আশিক তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে গাইবান্ধা থেকে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন। এসময় আশিক মোটরসাইকেলের পিছনে বসে ছিলেন। মোটরসাইকেলটি তুলসীঘাট এলাকায় পথচারী সাজু মিয়াকে সজোরে ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে তারা সড়কে ছিটকে পড়ে যান। এসময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা বগুড়াগামী দিগন্ত পরিবহন নামে একটি যাত্রীবাহি বাস আশিককে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই আশিকের মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত বন্ধু ইমরান ও আবেদকে উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আহত পথচারী সাজুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তিনি মারা যান। অপর আহত দুই যুবককে গাইবান্ধা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আশিকের লাশ উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটকের চেষ্টা চলছে।

অমিত দাশ/ এমএএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।