যুক্তরাষ্ট্রে বিশেষ সম্মানে ভূষিত বিমান বাহিনী প্রধান
যুক্তরাষ্ট্রের এয়ার ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল অনার রোলে অন্তর্ভুক্ত হলেন বাংলাদেশের বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার। রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনার রোলে পৃথিবীর ১৫টি দেশের বিমান বাহিনী প্রধানের নাম রয়েছে। ইন্টারন্যাশনাল অনার রোল ইন্ডাকশন সিরিমনি ২০১৫ এর অনুষ্ঠানে তার নাম অন্তর্ভুক্ত করা হয়।
আইএসপিআর জানান, বিমান বাহিনী প্রধানের এই অর্জন বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও দেশের জন্য সম্মান বয়ে আনবে।
এর আগে গত ৩১ জানুয়ারি ইন্টারন্যাশনাল অনার রোল ইন্ডাকশন সিরিমনি ২০১৫’তে অংশ নিতে সস্ত্রীক যুক্তরাষ্ট্রে যান বিমান বাহিনী প্রধান। এসময় যুক্তরাষ্ট্র ছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণকারী অন্যান্য দেশের বিমান বাহিনীর সাথে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে আলোচনা করেন তিনি।
এই আলোচনায় বাংলাদেশ বিমান বাহিনীর উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী মঙ্গলবার তার দেশে ফেরার কথা রয়েছে।
এআর/এসকেডি/আরআইপি