বগুড়ায় এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা
বগুড়ার শিবগঞ্জে ৪৭ শতক জমি নিয়ে বিরোধের জের ধরে বেলাল হোসেন (৪৮) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
রোববার বিকেলে শিবগঞ্জ উপজেলার জামুরহাট দর্জিপাড়ার সরিষা ক্ষেতে কাজ করতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে হত্যা করে। নিহত বেলাল একই এলাকার মৃত বেলায়েত হোসেনের ছেলে।
জানা যায়, নিহত বেলালের সঙ্গে প্রতিবেশি আজাহার আলীর ৪৭ শতক জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলে আসছিল। বিকেলে বিরোধপূর্ণ জমিতে গেলে বেলালের উপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। তাকে পিটিয়ে ফেলে রেখে পালিয়ে যায় তারা। আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
শিবগঞ্জ থানা পুলিশের ওসি আহসান হাবীব জানান, নিহত বেলালের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
বাসার/ এমএএস/এবিএস