বিক্রির শীর্ষে গুলতেকিনের কবিতার বই


প্রকাশিত: ১২:২৪ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

অমর একুশে বইমেলার সপ্তম দিনে কবিতার বইয়ের বিক্রির শীর্ষে রয়েছে গুলতেকিন খানের ‘আজো, কেউ হাঁটে অবিরাম’ শিরোনামের গ্রন্থটি।

গুলতেকিন খান কৈশোর থেকে কবিতা লিখলেও তার কবিতার বই বেরিয়েছে এই প্রথম, বইটি পাওয়া যাচ্ছে তাম্রলিপি প্রকাশনার স্টলে।

তাম্রলিপি প্রকাশনার বিক্রয়কর্মী সাজ্জাদ হোসেন জাগো নিউজকে বলেন, বইটির প্রথম সংস্করণে আমরা ৬০০ বই মেলায় নিয়ে এসেছি। এ পর্যন্ত ৩০০ এরও বেশি বই বিক্রি হয়েছে। প্রতিষ্ঠিত অনেক কবির বইও অল্পদিনে এতোবেশি বিক্রি হয় না।
ধানমন্ডি থেকে মেলায় আসা নুসরাত নামে এক পাঠক বলেন, সাধারণত আমি কবিতার বই খুব বেশি পড়ি না। আমার এক বন্ধুর কাছে গুলতেকিন খানের বইয়ের প্রশংসা শুনে আমি বইটি কিনতে এসেছি। বইটির কবিতাগুলো নিশ্চয় অসাধারণ, তা না হলে কেউ প্রশংসা করতো না।

প্রচ্ছদশিল্পী ধ্রুব এষের আঁকা প্রচ্ছদে গুলতেকিনের বইটির মূল্য ১৩৫ টাকা। ছয়টি বিভাগে সাজানো ‘আজো, কেউ হাঁটে অবিরাম’ বইটিতে গুলতেকিনের ৩৫টি কবিতা স্থান পেয়েছে।

বিভাগগুলো হল- ‘ভরে যাক সবার খামার’, ‘রাত্রিকে বাঁধো আজ’, ‘বাজুক স্কুলের ঘণ্টা’, ‘আস্তিনজুড়ে মাখিয়েছি কাদা ধুলো,` ‘ফ্রেমে বাঁধলেই শিল্প’ এবং ‘জানতো না, জানতো না’।

এআরএস/এমএম/এমএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।