শহীদুল্লাহ হলের পুকুর থেকে মরদেহ উদ্ধার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদুল্লাহ হলের পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জাফর আলী জাগো নিউজকে জানান, অজ্ঞাত ওই ব্যক্তির আনুমানিক বয়স ৩৫-৩৬। তার পরনে লুঙ্গি এবং জাম্পার ছিল।
পুকুরটিতে মরদেহের মাথাটি দেখে শিক্ষার্থীরা শাহবাগ থানায় খবর দেয়। পরে পুলিশ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে।
ময়না তদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান জাফর আলী।
এআর/এএইচ/এবিএস